Thursday , 29 July 2021
Home / খবর / প্রস্তুত সুনেরাহ বিনতে কামাল

প্রস্তুত সুনেরাহ বিনতে কামাল


সুনেরাহ বিনতে কামাল। ২০১৯ সালে অভিষেক চলচ্চিত্র ‘ন ডরাই’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। বর্তমানে অভিনেত্রী হাতে নিয়েছেন দ্বিতীয় চলচ্চিত্র।

দীপংকর দীপনের নতুন সিনেমা ‘অন্তর্জাল’- এ সিয়ামের নায়িকা হিসেবে সুনেরাহ শুটিংও করেছেন ইতিমধ্যে। সিনেমায় রোবটপ্রেমী প্রিয়ম নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করছেন সুনেরাহ। তবে করোনার বাগড়ায় আপাতত সিনেমাটির শুটিং স্থগিত রয়েছে।

তবে তার ওয়ার্কশপ থেমে নেই। সুনেরাহ বলেন, শুটিং না থাকলেও নিজেকে প্রস্তুত করছি প্রতিনিয়ত। শুটিংয়ের কথা চিন্তা করছি না। আমার কাছে মনে হচ্ছে, মাঝখানে যতটুকু সময় পাচ্ছি সেটা আমার ও সবার জন্য একটা আশীর্বাদ। অনলাইন ওয়ার্কশপ চলছে। রোবোটিক্স নিয়ে পড়াশোনা করছি। চরিত্র নিয়েই গবেষণা করছি।

সূত্র: বিনোদন২৪.কম

2021-07-09