Thursday , 29 July 2021
Home / খবর / প্রেম করছেন তাপসী, তবে বিয়ে করবেন মা-বাবার পছন্দে

প্রেম করছেন তাপসী, তবে বিয়ে করবেন মা-বাবার পছন্দে


বলিউডে তাপসী পান্নুর বিয়ের খবর নিয়ে তুমুল হইচই চলছে। গুঞ্জন, খুব শিগগিরই নাকি তাপসী বিয়ে করতে চলেছেন। বিয়ের জন্য নাকি বেশ কোমর বেঁধে নেমে পড়েছেন তাপসী। তবে গুঞ্জন বেশি ছড়ানোর আগে তাপসী নিজেই জানিয়ে দিলেন বিয়ে নিয়ে তার প্ল্যানিংয়ের কথা।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমি একটু অদ্ভুত প্রকৃতির। বহু প্রেম করেছি। সমস্যাটা হলো, যাকেই ভালবাসি, তার সঙ্গেই বিয়ে করার প্ল্যান করে ফেলি। আমার মনে হয়, শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ! তবে মা-বাবা প্রেমিককে পছন্দ না করে তাহলে বিয়ে বাতিল! এ ব্যাপারে মা-বাবার পছন্দকেই অগ্রাধিকার দেব।

খবর ছড়িয়েছে সাবেক ব্যাডমিন্টন কোচ ম্যাথু বোয়ের সঙ্গেই সম্পর্কম তাপসীর। সব ঠিকঠাক চললে নাকি ম্যাথুর গলাতেই মালা দেবেন তিনি। তবে আপাতত তাপসী শুধু মন দিতে চান সিনেমাতেই।

সূত্র: বিনোদন২৪.কম

2021-07-09