Tuesday , 3 August 2021
Home / খবর / প্রথমবারের মতো জুটি বাঁধছেন হৃত্বিক-দীপিকা

প্রথমবারের মতো জুটি বাঁধছেন হৃত্বিক-দীপিকা


প্রথমবারের মতো ‘ফাইটার’ সিনেমার মাধ্যমে জুটি বাঁধছেন হৃত্বিক-দীপিকা। ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ফাইটার’-এর। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এটিই ভারতের প্রথম আকাশপথে অ্যাকশন নির্ভর ফ্র্যাঞ্চাইজি হতে যাচ্ছে। ছবির শুটিং লোকেশনও হবে পৃথিবীর নানা প্রান্তে।

গত জানুয়ারিতে হৃত্বিক রোশনের জন্মদিনে ছবিটির ঘোষণা করা হয়েছিল। ছোট্ট একটি টিজার শেয়ার করে অভিনেতা লিখেছিলেন, এক ঝলক মারফ্লিক্স ভিশনে ফাইটারকে দেখাচ্ছি। সঙ্গে অসাধারণ দীপিকা পাড়ুকোন রয়েছেন। সবই সিদ্ধার্থ আনন্দের জয়রাইড।’

এছাড়াও সিনেমার একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে হৃত্বিক লিখেছেন, ‘এই দল ওড়ার জন্য তৈরি’।

সূত্র: বিনোদন২৪.কম

2021-07-10