Tuesday , 3 August 2021
Home / খবর / একসঙ্গে থাকছেন নুসরাত-যশ!

একসঙ্গে থাকছেন নুসরাত-যশ!


পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সাংসদ ও অভিনেতা যশ সরাসরি কিছু না বললেও আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন তাদের প্রেমের কথা। সেসব ইঙ্গিত নিয়ে আলোচনা-সমালোচনা চলছে নিয়মিতই।

একদিকে নুসরাত জাহান মা হচ্ছেন, অন্যদিকে সেই সন্তানের পিতা হিসেবে যশের নাম শোনা যাচ্ছে। এসব বিতর্কের মাঝেই স্ট্রেস কমাতে কখনো তারা জিম করছেন, কখনো প্রিয় পোষ্যকে নিয়ে মেতে উঠছেন খুনসুটিতে।

এবার নুসরাত ও যশ একসঙ্গে ঘুরতে বেরিয়েছেন। যদিও একসঙ্গে একই ফ্রেমে দেখা যায়নি তাদের। তবে তাদের ছবি তোলার স্থান এক হওয়ার সুবাদে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে।

শনিবার ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেন যশ। এতে দেখা যায়, গাঢ়নীল শার্ট আর জিন্স পরে একটি সাদা পিলারের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশন দিয়েছেন কালো রঙের একটি হার্ট চিহ্ন।

এর এক ঘণ্টা পর নুসরাতও দুটি ছবি পোস্ট করেন। তার পরনে কালো রঙের পোশাক এবং তার ব্যাকগ্রাউন্ডেও রয়েছে একই স্থান। তিনিও ক্যাপশনে রেখেছেন হার্টের ইমোজি।

এতে বোঝার বাকি নেই, একসঙ্গে থাকছেন তারা। আর সময়টাকে দারুণ উপভোগ করছেন নুসরাত ও যশ।

সূত্র: বিনোদন২৪.কম

2021-07-11