Tuesday , 27 July 2021
Home / খবর / মা হতে চলেছেন ইভলিন শর্মা

মা হতে চলেছেন ইভলিন শর্মা


মুম্বাই, ১১ জুলাই – বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা মা হতে চলেছেন। বিয়ের ঠিক দুই মাস পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন।

তিনি অস্ট্রেলিয়াভিত্তিক ডেন্টাল সার্জন ডা. তুশান বিন্দিকে বিয়ে করেন। এখন তারা প্রথম সন্তানের আগমনের অপেক্ষায়। গত ১৫ মে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েক জন বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে করেন ইভলিন ও তুশান।

ইভলিন শর্মা জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ায় খুব খুশি তিনি। উৎফুল্ল তুশানও। ইভলিন এ খবরকে ‘সেরা উপহার’ হিসেবে বর্ণনা করেছেন।

জানা গেছে, এই দম্পতির সন্তান জন্ম নেবে অস্ট্রেলিয়ায়। এখন এ দম্পতি সেখানেই বসবাস করছেন।

এস সি/ ১১ জুলাই

2021-07-12