Monday , 26 July 2021
Home / খবর / একপেশে ভালোবাসার গল্প… – Binodonnews24

একপেশে ভালোবাসার গল্প… – Binodonnews24


ঢাকা, ১২ জুলাই – ভিকি আর শায়না কাজিন। দুজনার বাড়িও পাশাপাশি, ছোটবেলা থেকেই একসঙ্গে বেড়ে উঠেছেন তারা। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া ভিকি খুব সাদামাটা থাকতেই পছন্দ করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে শায়না হয়ে ওঠে আলট্রা মডার্ন।

এদিকে, ভিকি সেই ছোট থেকেই শায়নার প্রেমে হাবুডুবু খেতে খেতেই বড় হয়। তবে মুখ খুলে কখনোই বলার সাহস পায় না। এমনই একপেশে প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছেন ঈদের নাটক ‘ওয়ান সাইডেড লাভ’।

এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান আর কেয়া পায়েল। দুজনকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। আর নির্মাতার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লেখেন সৌরভ ইশতিয়াক। এটি নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে।

নাটকটি সম্পর্কে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘অন্যরকম এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প এটি। সত্যিকারের ভালোবাসার একটা অসাধারণ ব্যাখ্যা রয়েছে এই নাটকে। এই ঈদকে লক্ষ্য করে আমরা ১২ ধরনের গল্প নিয়ে এমন ১২টি নাটক নির্মাণ করেছি। আশা করি, সবগুলো কাজ দর্শকরা দারুণ উপভোগ করবেন।’

জানা গেছে, ঈদের সাত দিনের আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘ওয়ান সাইডেড লাভ’ নাটকটি।

এন এইচ, ১২ জুলাই

2021-07-12