Monday , 26 July 2021
Home / খবর / কিয়ারার আচরণ প্রশ্নবিদ্ধ! – Binodonnews24

কিয়ারার আচরণ প্রশ্নবিদ্ধ! – Binodonnews24


মুম্বাই, ১২ জুলাই -‘তারকাখ্যাতি কিয়ারা আদভানিকে অহংকারী করে তুলেছে’- এমন মন্তব্যই এখন শুনতে হচ্ছে এই বলিউড অভিনেত্রীকে।

সম্প্র্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ায় কিয়ারার আচরণ প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। যে ভিডিওতে দেখা গেছে, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাড়ির সামনে একটি গাড়ি এসে থামার পর এক বৃদ্ধ গাড়ির দরজা খুলে দেন। এরপর কিয়ারাকে সালাম জানালেন সেই বৃদ্ধ। কিন্তু সালামের প্রত্যুত্তর দেওয়া তো দূরে থাক, সেই বৃদ্ধের দিকে না তাকিয়েই হনহন করে সামনের দিকে এগিয়ে যান কিয়ারা।

এই ভিডিও দেখেই নেট দুনিয়ার অনেকেই কিয়ারার আচরণ নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।

একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘বাবার চেয়ে বেশি বয়সের মানুষের কাছে সালাম নিচ্ছেন, অথচ ধন্যবাদ দিতেও এত কুণ্ঠা!

আরেকজন লিখেছেন, ‘একটা দরজা খুলতে পারেন না? মানুষটার বয়স তো দেখুন!’ আরেক অনুরাগী তো নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এ কথা লিখে, ‘এত বয়স্ক একজন মানুষ দরজা খুলছে, নির্লজ্জ মহিলার সৌজন্যবোধটুকু নেই।’

এমনই একাধিক প্রতিক্রিয়ায় ভরে গেছে ভিডিওর কমেন্টবক্স। এরপরও নির্বিকার কিয়ারা বিষয়টি নিয়ে একবারও মুখ খোলেননি।

এন এইচ, ১২ জুলাই

2021-07-12