Thursday , 29 July 2021
Home / খবর / কানে চুরি গেলো জোডির গহনা

কানে চুরি গেলো জোডির গহনা


জোডি টার্নার-স্মিথ। তিনি একজন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী। তার নতুন ছবি আফটার ইয়াং-এর প্রিমিয়ারে কান চলচ্চিত্রে এসেছিলেন। অথচ উৎসবে ১০ হাজার ইউরো মূল্যের গহনা চুরি হয়েছে তার।

জোডি টার্নার-স্মিথ জানিয়েছেন, হোটেল রুম থেকে এই গহনা চুরি হয়েছে। এসবের মধ্যে তার মায়ের বিয়ের আংটি ছিল।

৩৪ বছর বয়সী এই অভিনেত্রী এক বছরের মেয়েকে নিয়ে ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন।

তিনি ভাবতেও পারেননি সেখানে এ ধরনের ঘটনা হতে পারে। শুক্রবার সকালে তিনি যখন নাস্তা করতে গিয়েছিলেন। সেসময় তার হোটেলের রুম থেকে গহনা চুরি হয়। বর্তমানে জোডি টার্নার-স্মিথকে কঠোর নিরাপত্তা দেয়া হয়েছে।

The post কানে চুরি গেলো জোডির গহনা appeared first on binodon24.com.

সূত্র: বিনোদন২৪.কম

2021-07-12