Thursday , 29 July 2021
Home / খবর / সাবিলা-নাদিয়াকে সঙ্গে নিয়ে আসছেন তাহসান

সাবিলা-নাদিয়াকে সঙ্গে নিয়ে আসছেন তাহসান


ঢাকা, ১৫ জুলাই – নির্মাতা হিসেবে ভিকি জাহেদ এরইমধ্যে দর্শক মহলে দারুণ একটা অবস্থান তৈরি করেছেন। আসছে ঈদে আরটিভিতে তার নির্দেশনায় বেশ কিছু নাটক আসছে। সেগুলোর মধ্যেই একটি হলো ‘প্রিয় আদনান’। এতে জুটি বেঁধেছেন তাহসান খান ও সালহা খানম নাদিয়া। তাদের সঙ্গে চমক নিয়ে হাজির হবেন সাবিলা নূর।

নাদিয়া বলেন, ‘আসছে ঈদের জন্য ভিকির পরিচালনায় ‘প্রিয় আদনান’ নামে একটি খন্ড নাটকে কাজ করেছি। আমার নায়ক তাহসান খান। ভিকির নির্দেশনাতেই আমরা জুটি হয়ে ‘দূরবীন’ নামের একটি শর্টফিল্ম করে দারুণ দর্শক সাড়া পেয়েছিলাম। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবিলা নূর।‘

ত্রিভুজ প্রেমের গল্প হলেও নাটকটির উপস্থাপনায় ভিন্নতা আছে। তিনটি মানুষ একে অপরের কাছাকাছি আসে ভালোবাসার টানে, আবার দূরে সরে যায় ভুল বোঝাবুঝির কারণে। নাটকটির শেষে একটা চমক আছে। সেটাই দর্শককে অন্যরকম অনুভূতি দিবে।

আসছে ঈদের দিন রাত ০৮টা ৩০মিনিটে আরটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘প্রিয় আদনান’।

এন এইচ, ১৫ জুলাই

2021-07-16