Thursday , 29 July 2021
Home / খবর / দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলিউড তারকা নেহা ধুপিয়া

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলিউড তারকা নেহা ধুপিয়া


মুম্বাই, ১৯ জুলাই – দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন বলিউড তারকা নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। সামাজিক পাতায় এ সুখবর শেয়ার করেছেন নেহা।

ইনস্টাগ্রামে বেবি বাম্পসহ ছবি পোস্ট করেছেন নেহা। পাশে অঙ্গদ। দুজনের কোলে মেয়ে মেহের। নতুন সন্তানের খবরে শুভেচ্ছায় ভাসছেন নেহা ও অঙ্গদ।

ভারতের সংবাদমাধ্যমর খবর, ছবি শেয়ার করে নেহা লিখেছেন, ‘ছবির ক্যাপশন কী দেব ভাবতেই আমাদের দুদিন লেগে গেছে। তার পর যা মাথায় এলো তা হলো, ধন্যবাদ ঈশ্বর।’

২০১৮ সালের মে মাসে দিল্লির এক গুরুদুয়ারায় বিয়ে করেন নেহা ও অঙ্গদ এবং নভেম্বরের শেষে মেয়ের জন্ম দেন। প্রথমে এ নিয়ে কথা বলতে না চাইলেও পরে তাঁরা মেনে নেন প্রথম সন্তানের জন্ম দেওয়ার আগেই গর্ভবতী ছিলেন নেহা।

‘সিং ইজ কিং’, ‘তুমহারি সুলু’, ‘হিন্দি মিডিয়াম’, ‘লাস্ট স্টোরিজ’-এর মতো বলিউড সিনেমায় অভিনয় করেছেন নেহা। প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের শর্ট ফিল্ম ‘দেবী’-তে তাঁকে শেষবার দেখা গেছে। নেহা বেশ কয়েকটি সিজন ধরে ‘রোডিজ’-এর বিচারকের ভূমিকাতেও কাজ করছেন।

এস সি/১৯ জুলাই

2021-07-19