Thursday , 29 July 2021
Home / খবর / ‘মহানগর’খ্যাত বাশার এবার হিমির সঙ্গে নিয়ে আসছেন ‘আমি অভিনয় করিনি ‘

‘মহানগর’খ্যাত বাশার এবার হিমির সঙ্গে নিয়ে আসছেন ‘আমি অভিনয় করিনি ‘


ঢাকা, ১৯ জুলাই – আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’-এ একজন করপোরেট কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন খায়রুল বাশার। ঘটনার আবর্তন হয় তাকে ঘিরেই।

প্রশংসিত এ অভিনেতা এবার আসছেন ঈদের নাটকে। মডেল জান্নাতুল সুমাইয়া হিমির বিপরীতে দেখা যাবে তাকে। নাটকের নাম ‘আমি অভিনয় করিনি’। ঈদের জন্য এটি নির্মাণ করেছেন নাজমুল হক বাপ্পি।

বাশার বলেন, ‘নাটকের গল্পটি ব্যতিক্রমী। এতে যেমন আছে প্রাণবন্ত কাহিনি, তেমনই বাস্তব ঘনিষ্ঠ। আমাদের চারপাশে এমন কিছু বাস্তব ঘটনা ঘটে, তা নিয়েই এর গল্প।’

এর গল্পে দেখা যাবে, এক মেয়ের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় এক ছেলের। পরিচয়ের পর মেয়েটি গ্রাম থেকে পালিয়ে ঢাকা আসতে ছেলেটির সহযোগিতা নেয়। কিন্তু ছেলেটি প্রতারক। মেয়ের টাকা ও গহনা সবকিছু নিয়ে পালিয়ে যায়। ঘটনা তখন অন্যদিকে মোড় নিতে থাকে।

নির্মাতা নাজমুল হক বাপ্পি বলেন, ‘‘রোমান্টিক ধাঁচের ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। ‘আমি অভিনয় করিনি’ ঈদ অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচার হবে। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’’

এস সি/ ১৯ জুলাই

2021-07-20