Saturday , 24 July 2021
Home / খবর / শুটিং চলাকালীন আহত হলেন নোরা ফাতেহি

শুটিং চলাকালীন আহত হলেন নোরা ফাতেহি


মুম্বাই, ২০ জুলাই – মহড়া ঠিকঠাক চললেও শুটিং চলাকালীন আহত হয়ে যান অভিনেত্রী নোরা ফাতেহি। সহকর্মীর বন্দুক দুর্ঘটনাক্রমে অভিনেত্রীর মুখে এসে লেগেছিল। এতেই রক্ত ঝরছে নোরা ফাতেহির কপাল থেকে।

অজয় দেবগণ অভিনীত ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমার ফার্স্টলুক এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক দুধাইয়া।

দুর্ঘটনা প্রসঙ্গে নোরা বলেন, আমরা একটি অ্যাকশন সিক্যয়েন্সের জন্য শুটিং করছিলাম। পরিচালক সিঙ্গল টেকে একটি ক্যামেরার মাধ্যমে এই দৃশ্যটির শট নিতে চেয়েছিলেন। সেই কারণে আমি এবং আমার সহ-অভিনেতা অ্যাকশন কোরিওগ্রাফি করছিলাম। যেখানে আমার মুখে একটি বন্দুক ঠেকাতে যাবেন তিনি এবং আমি এক ঝটকায় সেটা সরিয়ে নিয়ে ওকে মারতে শুরু করবো।

তিনি বলেন, সহ-অভিনেতা আমার মুখে বন্দুকটি ছুঁড়ে মারে। ধাবত বন্দুকের নল ভারী হওয়ায় আমার কপালে আঘাত লাগে। রক্ত ঝরতে শুরু করে। রক্ত বেরনোর কারণে ক্ষতস্থান ফুলে যাওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে।

অভিনেত্রী আরো বলেন, পরের দিন, আমরা অন্য একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করেছি। ধাওয়া করার সিক্যুয়োন্স ছিল। দৌড়, অ্যাকশন এবং দ্রুতগতির দৃশ্য ছিল। শ্যুটিং করার সময় আমি পড়ে যাই। আমার আঙুলে বাজেভাবে চোট আসে। যে কারণে পুরো শুটিংজুড়ে আমাকে একটি স্লিং পরতে হয়েছিল। সব মিলিয়ে শারীরিকভাবে শক্ত থাকতে হয়েছিল। ঘটনাগুলো আমার আজীবন মনে থাকবে।

‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ডিজিটালি মুক্তির জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত। ১৩ আগস্ট ডিজনি হটস্টারে মুক্তি পাবে এই সিনেমা।

এস সি/ ২০ জুলাই

2021-07-20