Tuesday , 19 October 2021
Home / টালিউড / নুসরাতের সঙ্গে শেষ স্মৃতিটুকুও মুছে ফেললেন নিখিল

নুসরাতের সঙ্গে শেষ স্মৃতিটুকুও মুছে ফেললেন নিখিল


কয়েকদিন আগেই স্বামী নিখিল জৈন অভিনেত্রী নুসরাত জাহানকে ডিভোর্সের নোটিশ দিয়েছেন বলে গুঞ্জন ওঠে। নুসরাত বিষয়টিকে ভুয়া বললেও, এই খবর সরাসরি নাকোচ করেননি নিখিল। তাই ডিভোর্স নোটিশ পাঠানোর বিষয়টি হয়তো এখন শুধু সময়ের অপেক্ষা।

দু’জনের সম্পর্কের পরিস্থিতি যখন এই পর্যায়ে তখন নুসরাতের শেষ স্মৃতিটুকুও মুছে ফেললেন নিখিল। এরই মধ্যে তিনি ইনস্টাগ্রাম থেকে সম্পূর্ণরূপে মুছে দিয়েছেন নুসরাত জাহানকে।

আগেই আনফলো করার পর বিয়ের দুটি ছবি নিখিলের ইনস্টাগ্রাম প্রোফাইলে রয়ে গিয়েছিলো। সেটিও অবশেষে ডিলিট করে দিলেন নিখিল জৈন। এখন নিখিলের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে অন্তত নুসরাতের কোনো জায়গা নেই।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার মাত্র দিন কয়েকের মাথায় তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সারেন নুসরাত। ২০১৯-এর ১৯ জুন রীতিনীতি মনে চার হাত এক হয় দু’জনের। বিয়ের ঠিক এক বছর আট মাসের মাথায় বিয়ে ভাঙার পথে এই জুটির।

web hit counter