Tuesday , 19 October 2021
Home / টেলিভিশন / মেসে থাকার ঘটনা নিয়ে নাটক ‘বাসা ভাড়া’

মেসে থাকার ঘটনা নিয়ে নাটক ‘বাসা ভাড়া’


গ্রাম থেকে তিন ব্যাচেলর বন্ধু শহরে এসে তাদের এক বন্ধুর বাসায় ওঠার কথা থাকলেও সেই বন্ধু তাদের গ্রহণ করতে আসেনা। কোনো উপায় না পেয়ে তিন বন্ধু নেমে পড়েন বাসা ভাড়া নেয়ার জন্য। পেয়েও যান বাসা।

অন্যদিকে ছন্নছাড়া তিন বান্ধবীও গোপনে তাদের বাসার ভিন্ন একটি ইউনিট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। শুরু হয় ঘটনা আর দুর্ঘটনা। কয়েকজন ব্যাচেলর বন্ধুর মেসে থাকার এই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বাসা ভাড়া’।

ফারুক আহমেদ রচিত নাটকটি পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নেওয়াজ জনি, সেলিনা আফ্রি, সিয়াম নাসির, সুহাসিনী সুহা, প্রান্ত ইসলাম, শায়লা সুলতানা সাথী, এইচকে স্বাধীন, শাহরিয়ার প্রিন্স, হারুন রশিদ প্রমুখ। নগরীর উত্তরার দিয়া বাড়িতে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নির্মাতা জানান, খুব শিগগিরই নাটকটি বেসরকারি একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে। এরপর ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

web hit counter