এই নাটকে অভিনয়ের জন্য ভাবনা শুকাচ্ছেন, চুল করেছেন ছোট। সবমিলিয়ে নতুন একটা লুকে দেখা যাবে তাকে। ভাবনা জানিয়েছেন, অতিলৌকিক গল্পের এই ধারাবাহিকে তার চরিত্রের নাম ‘অর্পিতা’।
ক্যাপশনে লেখেন, আমি অভিনেত্রী হয়ে জন্মাইনি, তবে আমার জন্মটা অবশ্যই নাটকীয় ছিলো।
ভাবনা আরো জানান, সিরিয়ালটির গল্প লিখেছেন বিটিভির মহাপরিচালক হারুণ অর রশীদ। এতে আরো অভিনয় করছেন অরুণা বিশ্বাস, রওনক হাসান প্রমুখ।