Wednesday , 30 November 2022
Home / টালিউড / ‘রোহিঙ্গা’ চলচ্চিত্র মুক্তি পেল ১১ হলে |

‘রোহিঙ্গা’ চলচ্চিত্র মুক্তি পেল ১১ হলে |


রোহিঙ্গা চলচ্চিত্রের পোস্টার ও অভিনেত্রী আরশি (বাম থেকে)

আজ মুক্তি পেয়েছে নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ সিনেমাটি।  

শুকিরবার দেশের ১১ সিনেমা হলে এটি মুক্তি পেয়েছে বলে জানালেব নির্মাতা। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন আটকে ছিল সিনেমাটি। প্রায় একবছর আগে আনকাট সেন্সর পায় ‘রোহিঙ্গা’।

বিজ্ঞাপন

২০১৭ সালে শুটিং শুরু হয় এ সিনেমার এবং পরিকল্পনা ছিল ২০২০ সালেই মুক্তি দেওয়া হবে এটি। কিন্তু করোনা সংক্রমণ রোধে দেড় বছর সিনেমা হল বন্ধ ছিল। ফলে পিছিয়ে যায় সিনেমার সেন্সর।

মুক্তির আলো দেখতে পেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতার এ সিনেমাটি। এ ছবিটি মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও হত্যার বিষয়টি নিয়ে নির্মিত হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আরশি, ওমর আয়াজ অনি, সুচি, সাগর, বৃষ্টি, তানজিদ, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানিসহ আরও অনেকে।

সিনেমা সম্পর্কে ডায়মন্ড বলেন, ২০১২ সালে রোহিঙ্গাদের নিয়ে আমি প্রথম সিনেমা নির্মাণ করার পরিকল্পনা করি। কিন্তু সে সময়ে এটি সম্ভব হয়নি। অনেক প্রতিকূলতা পার করে আমার সিনেমাটি মুক্তি পেল। রোহিঙ্গা সমস্যাটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে চিহ্নিত, সেটিও সিনেমায় ফুটে উঠেছে।

web hit counter